রিয়ালের মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দেন সালাহ


লিভারপুরের সেরা তারকা মোহামেদ সালাহকে পেতে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।
যে কোনো মূল্যে মরুর ঈগলকে দলে ভেড়াতে চেয়েছিল মাদ্রিদ কর্তৃপক্ষ।
তবে অলরেডদের প্রতি সালাহর ভালোবাসা এতই বেশি যে, প্রতিটি চেষ্টাই ব্যর্থ হয়েছে রিয়ালের।
এবার এ বিষয়ে গোপন একটি তথ্য ফাঁস করেছেন সালাহর সাবেক মিসরীয় সহকারী হ্যানি রামজি।
সম্প্রতি রামজি জানান, ২০১৮ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের মাসখানেক আগে সালাহকে দলে যুক্ত করতে আপ্রাণ চেষ্টা চালিয়েছিল রিয়াল। এ জন্য সালাহকে মোটা অঙ্কের প্রস্তাবও দিয়েছিল তারা। সালাহ সে প্রস্তাব ফিরিয়ে দেন। ইংল্যান্ডেই থাকার সিদ্ধান্ত নেন সালাহ। কিছুতেই লিভারপুল ছাড়তে রাজি ছিলেন না সালাহ।
রামজি বলেন, ২০১৮ সালের মার্চে আমাদের একটা অনুশীলন ক্যাম্প ছিল সুইজারল্যান্ডে। সেখানে হেক্টর কুপারের সঙ্গে কাজ করছিলাম আমি। ঠিক ওই সময় সালাহ আমাকে জানিয়েছিল যে, রিয়ালের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছে। প্রস্তাবের অঙ্কটাও ছিল লোভনীয়। মি. কুপারও আমার সঙ্গে এ বিষয়ে আলোচনা শেষে সালাহ লিভারপুলেই থাকার সিদ্ধান্ত নিলেন। তিনি তখন বলেছিলেন লিভারপুলেই ভালো আছেন, এখানে আত্মার টান অনুভব করেন। লিভারপুল ছাড়া তার জন্য অনেক কঠিন একটি কাজ।
টাকার অঙ্কটা কত ছিল তা পরিষ্কার করেননি রামিজি।

Post a Comment

0 Comments