সাড়ে তিনশ পরিবারের আহার জোগালেন রুবেল


করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে নিম্মবিত্ত শ্রেণী। মধ্যবিত্তদের অবস্থাও সঙ্গীন। বিত্তবানদের সহায়তা ছাড়া তাদের বাঁচা কঠিন হয়ে গেছে। তেমন বিপর্যস্ত মানুষের পাশে আবারও এসে দাঁড়িয়েছেন জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন। এই নিয়ে তৃতীয়বারের মতো তিনি অসহায় সাড়ে তিনশ পরিবারের খাবার যোগান দিয়েছেন।
নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে কিছু খাবারের ছবি পোষ্ট করে রুবেল হোসেন লিখেছেন, 'আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বারের মত বাগেরহাটে আমার নিজ এলাকায় ৩৫০টি পরিবারকে খাবার দিচ্ছি। ছোট ছোট অল্প থেকেই একদিন রচিত হবে করোনার গল্প।' রুবেলের ভুলটি এক ভক্ত ধরিয়ে দিয়ে লিখেছেন,  'তৃতীয়বারের মতো হবে...(রুবেল ভাই হ্যাটট্রিক করবে না এটা কখনো হয়)।'
করোনার মাঝে খুবই সক্রিয় আছেন রুবেল হোসেন। সহায়তার পাশাপাশি নানা বিষয়ে সমালোচনাও করছেন তিনি। শুরু থেকেই লড়াই করে যাওয়া রুবেল এর আগে মিরপুরে দুস্থ মানুষদের খাবার দিয়েছেন। নিজের জেলা বাগেরহাটে খাবারের পাশাপাশি পাঠিয়েছেন ২০টি ইনফ্রারেড থার্মোমিটার। গত মাসে বাগেরহাট প্রশাসন রুবেলের পাঠানো থার্মোমিটার বিতরণ করেছে।

Post a Comment

0 Comments