স্বামী ব্যর্থ হলেই স্ত্রী দায়ী? প্রশ্ন সানিয়া মির্জার


উন্নত চিন্তা চেতনার দিক দিয়ে এখনও অনেক পিছিয়ে আছে বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তানের মানুষ। এবার উপমহাদেশের সংস্কৃতিকেই কাঠগড়ায় তুললেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা। স্বামীদের ব্যর্থতার জন্য স্ত্রীদের দায়ী করা উপমহাদেশের নোংরা একটা সাংস্কৃতি। স্মৃতি মান্ধানা এবং জেমিমা রদ্রিগেজের সঙ্গে ইউটিউব লাইভ সেশনে এসে সানিয়া বলেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা এবং তিনি এই বিষয়টা ভালো করেই উপলব্ধি করেন।
গত মার্চে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপের সময় জাতীয় দলের ম্যাচ ছেড়ে স্ত্রী এলিসা হিলির খেলা দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন মিচেল স্টার্ক। তারপর টুইট করে সানিয়া লিখেছিলেন, উপমহাদেশে স্টার্কের মত কেউ এমন করলে নির্ঘাত তাকে 'জরু কা গুলাম' বলা হতো। এবার সেই প্রসঙ্গে বলতে গিয়েই সানিয়া বলেন, 'স্টার্কের সেই ঘটনাটা বেশ মজার। কারণ আমি আর আনুশকা এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারি।'
সানিয়া আরও বলেন, 'আমরা হয়ত অনেক হালকা ভাবে কথা বলছি। তবে ঘটনার গভীরতা অনেক বেশি। নারীদের সবসময় শক্তি নয়, পথভ্রষ্ট হওয়ার কারণ হিসেবে তুলে ধরা হয়। এটা একটা সাংস্কৃতিক ইস্যু। এটার সঙ্গেই আমরা লড়াই করে চলেছি। তোমাদের গার্লফ্রেন্ড, স্ত্রী আছে! তাহলে তো ওই ক্রিকেটার বখে যাবে, কারণ তারা একসঙ্গে ডিনার করতে যায়!'
সানিয়ার আরো সংযোজন, 'স্টার্ক যখন স্ত্রীর খেলা দেখতে গিয়েছিল, সবাই তার প্রশংসা করছিল। আমি খালি স্টার্কের জায়গায় শোয়েবের কথা ভাবছিলাম। সেটা হলে পুরো বিষয়টি উল্টো হয়ে যেত। ওকে হয়ত বলা হত জরু কা গুলাম! যখনই স্বামীরা পারফর্ম করে তখন ওদের কৃতিত্ব। আর ব্যর্থ হলেই তার দায় আমাদের। জানি না কেন এরকম সবাই ভাবে। আনুশকার সঙ্গে আমার এই নিয়ে একদিন দীর্ঘ আলোচনা হয়েছিল। অবাক হয়েছিলাম দুজনেই।'

Post a Comment

0 Comments