প্রিমিয়ার লিগ আর লা লিগা একই দিনে শুরু হবে?


স্প্যানিশ লা লিগা আর বুন্দেশলিগার পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। লিগ শুরুর ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে ব্রিটেন সরকার। বড় কোনো অঘটন না ঘটলে আগামী পয়লা জুন শুরু হতে চলেছে বন্ধ হয়ে যাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগ। আবার একটা সূত্র বলছে, লা লিগা যেদিন শুরু হচ্ছে অর্থাত্ ১২ জুন থেকেই নাকি প্রিমিয়ার লিগ শুরু হতে পারে!
ইউরোপ জুড়ে করোনাতে যেভাবে মৃত্যু মিছিল শুরু হয়েছিল তাতে একসময়  ইপিএল শুরু হওয়া নিয়ে সন্দেহের দানা বাঁধতে শুরু করেছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী মাসে সরকারের যাবতীয় প্রোটকল মেনে রূদ্ধদ্বার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ শুরু করার অনুমতি দিয়েছে দেশটির সরকার। সোমবার  লকডাউন পরবর্তী সময়ে দেশে বিভিন্ন সেক্টর খোলার বিষয়ে ৫০ পৃষ্ঠার একটি প্রোটকল সংবাদমাধ্যমের কাছে পেশ করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। যার মধ্যে আগামী মাসে শুরুতে ইপিএল চালু করার বিষয়টি ছিল।
এক্ষেত্রে ম্যান ইউ কিংবা ম্যান সিটির সমর্থকদের বাড়িতে বসেই ম্যাচের মজা উপভোগ করতে হবে। সরকারের প্রোটকল অনুযায়ী চলতি মৌসুমে তো বটেই, আগামী মৌসুমেও স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখার সুযোগ থাকবে কিনা সন্দেহ। পরবর্তী পর্যায়ে পর্যালোচনা করে স্টেডিয়ামে দর্শক প্রবেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ব্রিটেন সরকার। দর্শকদের আপাতত ঘরে বসেই ফুটবল উপভোগ করতে হবে। মাঠে যাওয়ার সুযোগ নেই।
ব্রিটেনে এখনও করোনার যথেষ্ট প্রভাব থাকায় লিগ চালু করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ম্যান সিটির তারকা সার্জিও আগুয়েরো কিংবা চেলসির অ্যান্তোনিও রুডিগার। এদের সংশয় প্রকাশ করার পিছনে যথেষ্ট কারণ আছে। ব্রিটেনের তিন ফুটবলার করোনা সংক্রমণের জন্য গত তিন সপ্তাহ ধরে আইসোলেশনে আছেন। লা লিগার অনুশীলন শুরু হতেই ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন দেখার বিষয় ইপিএল চালু করার ক্ষেত্রে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আর কি কি সিদ্ধান্ত নেয়।

Post a Comment

0 Comments