ব্রাজিলের কোচ হচ্ছেন গার্দিওয়ালা!


রাশিয়া বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই ফুটবলবিশ্বে গুঞ্জন চলছিল আর্জেন্টিনা দলের কোচ হচ্ছেন ম্যানসিটির বর্তমান কোচ পেপ গার্দিওয়ালা।

এবার গুঞ্জনের পালে নতুন হাওয়া লেগেছে– আর্জেন্টিনা নয়, ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হতে চান গার্দিওয়ালা।
সম্প্রতি গ্লোবো স্পোর্টসকে গার্দিওয়ালার অধীনস্থ কোচ ডমিনিক টরেন্টো বলেন, ব্রাজিল দলকে সঠিকভাবে কোচিং করাতে পারবেন গার্দিওয়ালাই। তিনি তাদের খেলায় উন্নতি আনতে পারবেন। আর এমন দলের দায়িত্ব নিতে প্রস্তুতও আছেন গার্দিওয়ালা। কারণ গার্দিওয়ালা সব সময়ই ব্রাজিলিয়ান ফুটবলারদের আলাদা কদর করেন। তিনি দেশটির খেলোয়াড়দের মধ্যে প্রতিভার ভিন্নতা দেখেন।’
একই রকম কথা বলেছেন বার্সেলোনার সাবেক রাইট ব্যাক দানি আলভেজ।
পেপ গার্দিওয়ালার অধীনে খেলেছেন এই সাবেক বার্সা তারকা।
সে অভিজ্ঞার আলোকে সম্প্রতি ইএসপিএনের সঙ্গে এক সাক্ষাৎকারে আলভেজ দাবি করেন, ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে সেলেকাওদের দায়িত্ব নিতে চেয়েছিলেন গার্দিওয়ালা। এ নিয়ে পেপ একটা পরিকল্পনাও জমা দিয়েছিলেন ব্রাজিলের ফুটবল ফেডারেশনকে। কিন্তু ব্রাজিলিয়ানরা দেশের বাইরের কোচ গ্রহণ করবেন কিনা সেই সংশয় থেকে গার্দিওয়ালার প্রস্তাব ফিরিয়ে দেন তারা।
এদিকে জানা গেছে, পেপ গার্দিওয়ালার সঙ্গে ম্যানসিটির চুক্তি শেষ হতে আরও এক মৌসুম লাগবে। এরই মধ্যে প্রচার হয়েছে ক্লাবটির সঙ্গে স্প্যানিশ এই কোচ চুক্তি নবায়ন করবেন না।

Post a Comment

0 Comments