সেই মর্মান্তিক মৃত্যু আমাকে এখনও তাড়া করে নেইমার



ব্রাজিলের ঘরোয়া ফুটবল লিগে খেলার সময় থেকেই নেইমারের নামা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।তার প্রতিভার প্রমাণ পায় ক্রীড়াপ্রেমীরা। তবে ইউরোপের ক্লাবে খেলতে গিয়ে সেখানে সাম্বা ফুটবলের ফুল ফোটাতে পারেননি নেইমার।ঝলক দেখালেও লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি সেলেকাও সুপারস্টার।

সদ্য সেই কারণ ব্যাখ্যা করেছেন নেইমার।তিনি বলেন,একজন পেশাদার ফুটবলারের কাছে চোট-আঘাত বড় অভিশাপ। এর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না। গেল দুই মৌসুম এ সমস্যায় জর্জরিত থাকতে হয়েছে আমাকে। ফের স্বমহিমায় মাঠে ফিরতে পারব কি-না, তা নিয়ে একসময় সংশয়ও ছিল।
গেল জানুয়ারিতে হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্টের।সেই শোক এখনও ভুলতে পারেননি নেইমার।
তিনি বলেন,কোবির মৃত্যু আমাকে নাড়িয়ে বা বড়সড় ধাক্কা দিয়েছিল। কারণ, আমাদের দুজনের জীবনেই অনেক মিল রয়েছে। কোনো তারকা খেলোয়াড়ের ভেতরের মানুষটির সঙ্গে আপনার বন্ধুত্ব হলে সেই সম্পর্ক গভীর হবেই। তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। ওর আকস্মিক মৃত্যুতে শুধু আমি নই, হোঁচট খেয়েছে গোটা ক্রীড়া অঙ্গন।

আগামী মৌসুমে ইউরোপের কোন ক্লাবে নেইমার খেলবেন তা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেক বিশেষজ্ঞের ধারণা, পুরনো ঠিকানা বার্সেলোনায় ফিরতে পারেন তিনি। ব্লাউগ্রানাদের হয়ে ফের ফের মাঠ মাতাতে পারেন ২৮ বছর বয়সী ফুটবলার।
এর আগে ব্রাজিলীয় যুবরাজ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন স্পেনকে ২০১০ ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা কোচ ভিসেন্তে দেল বস্কে। তিনি বলেন, ‍‍আমার কাছে নেইমার কখনই ভালো উদাহরণ নয়। হতে পারে সে পারফরম্যান্স-পরিসংখ্যানের দিক দিয়ে দুর্দান্ত। এমনকি এ মুহূর্তে আমাকে বিশ্বের পাঁচজন সেরা ফুটবলার বেছে নিতে বললে, সেই তালিকায় অবশ্যই তাকে রাখব আমি। কিন্তু মাঠের মধ্যে প্রতারণা করে ও। দেখায় ছেলেমানুষী ও অতি নাটকীয়তা।

Post a Comment

0 Comments