সাকিব-তামিমের সঙ্গে জমজমাট লড়াই হতো: ওয়াসিম


তামিম অবশ্য জানিয়ে দেন, কোনোভাবেই ওয়াসিমের মুখোমুখি হতে চান না তিনি।
২০০৩ সালে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন সব সময়ের অন্যতম সেরা পেসার ওয়াসিম। এর তিন বছর পর অভিষেক হয় বাঁহাতি অলরাউন্ডার সাকিবের। পরের বছর আন্তর্জাতিক ক্রিকেট পা রাখেন বাঁহাতি ওপেনার তামিম।
তামিমের নিয়মিক ফেইসবুক লাইভে মঙ্গলবার অতিথি ছিলেন মিনহাজুল আবেদীন, আকরাম খান ও খালেদ মাসুদ। এক পর্যায়ে যোগ দেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম।

“এখনকার তরুণরা আমাকে খেলতে দেখেনি। তবে ইউটিউবকে ধন্যবাদ, যার সুবাদে তারা আমাকে দেখতে পাচ্ছে।”
এমনিতে পেসারদের খেলতে বেশ স্বচ্ছন্দ বোধ করেন তামিম। তবে প্রতিপক্ষ যদি ওয়াসিম হন, তাহলে আছে অনাগ্রহ।
“আমি আপনার মুখোমুখি হতে চাই না। আমরা অনেক ভাগ্যবান যে আপানকে খেলতে হচ্ছে না।”
আকরামের ধারণা অবশ্য আলাদা, “লড়াইটা খুব জমজমাট হতো, বিশেষ করে তোমার আর সাকিবের বিপক্ষে।”

Post a Comment

0 Comments