ফুটবলপ্রেমীদের কাতার বিশ্বকাপ দেখতে আসা নিয়ে প্রশ্ন আয়োজকদের মনে


দুই বছর পরে কাতারে বিশ্বকাপ ফুটবলের আসর বসবে। কিন্তু করোনাভাইরাস অতিমারির ধাক্কায় গোটা বিশ্ব যেভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার আগ্রহ হারাবেন বলে আশঙ্কা আয়োজকদের।
 
এ ব্যাপারে গতকাল বুধবার বিশ্বকাপের আয়োজক কমিটির সেক্রেটারি জেনারেল আল থাওয়াদি বলেছেন, ‘‘বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও তার পরিপ্রেক্ষিতে ফুটবলপ্রেমীরা খেলা দেখতে এসে কতটা খরচ করতে পারবেন, তা আমাদের মাথায় রয়েছে। তবে আশা করছি, ২০২২ বিশ্বকাপের আগেই মহামারির ধাক্কা কাটিয়ে বিশ্ব ঘুরে দাঁড়াতে পারবে।’’ 
তিনি আরো বলেছেন, ‘‘আমাদের উদ্দেশ্য ফুটবলপ্রেমীদের সামর্থ্য অনুযায়ী বিশ্বকাপের আয়োজন করা।’’
কাতারে ৮টি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ হওয়ার কথা। আয়োজকদের দাবি, চলতি বছরের শেষে ছ’টি স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

Post a Comment

0 Comments