মাশরাফির নেতৃত্বে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা


সবশেষ সিরিজের দল থেকে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের বাংলাদেশ দলে পরিবর্তন অনেক। গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে সবশেষ ওয়ানডে খেলেছে বাংলাদেশ। সেই দল থেকে এবারের স্কোয়াডে পরিবর্তন ৭টি।
চোটের কারণে সেই শ্রীলঙ্কা সফরে ছিলেন না মাশরাফি বিন মুর্তজা ও মোহাম্মদ সাইফ উদ্দিন। মাশরাফি এবার ফিরেছেন দলকে নেতৃত্ব দিতে। চোটের কারণে লম্বা সময় বাইরে থাকার পর এই সিরিজ দিয়ে ফিরছেন অলরাউন্ডার সাইফ।
পাশাপাশি দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, আল আমিন হোসেন ও লিটন দাস।
সবশেষ সিরিজের দল থেকে না খেলেই বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা। চোট ও ব্যক্তিগত কারণ মিলিয়ে নেই মোসাদ্দেক হোসেন ও সৌম্য সরকার। বাদ পড়াদের তালিকায় আছেন এনামুল হক, রুবেল হোসেন ও সাব্বির রহমান।
সিরিজের প্রথম দুই ম্যাচ ১ ও ৩ মার্চ।
প্রথম ২ ওয়ানডের বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান।

Post a Comment

0 Comments