ফাঁকা মাঠে সেই জাদু থাকবে না কোহলি


করোনাভাইরাসের কারণে স্তব্ধ হয়ে গেছে ক্রিকেট। খেলা বন্ধ হওয়ায় ক্রিকেট বোর্ডগুলো ভয়ানক আর্থিক সমস্যায় পড়ে গেছে। খেলা পুনরায় শুরু করা নিয়ে দোটানায় আছে ক্রিকেটবিশ্ব। একপক্ষ চাইছে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের। আরেক পক্ষ দর্শকবিহীন ম্যাচের বিপক্ষে। এই দলে আছেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। তিনি মনে করেন, ফাঁকা স্টেডিয়ামে খেলা হলে ক্রিকেটের সেই জাদুটা হয়তো হারিয়ে যাবে।
ভারত অধিনায়কের ভাষায়, 'দর্শকশূন্য অবস্থায় খেলা হতেই পারে। তবে এ রকম হলে জানি না আমরা কী ভাবে ব্যাপারটা গ্রহণ করব। আমরা সবাই তো দর্শকদের সামনে খেলতে অভ্যস্ত। আমি জানি, দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ হলেও ক্রিকেটারদের খেলার তীব্রতা কমবে না। সবাই নিজের সেরাটা দিতেই উদগ্রীব হয়ে থাকবে। কিন্তু ম্যাচ চলাকালীন গোটা স্টেডিয়ামে জুড়ে যে টেনশনের একটা আবহ তৈরি হয়, তার কী হবে? এই আবেগ, এই অনুভূতিগুলো তো আর কৃত্রিম ভাবে তৈরি করা যায় না।'
কোহলি মনে করেন দর্শকদের জন্যই মাঠে এমন সব মুহূর্ত তৈরি হয়, যা কখনও ভোলা যায় না। তার ভাষায়, 'খেলা হয়তো শুরু হবে। কিন্তু ভরা মাঠে, দর্শকদের সামনে খেলা হলে ব্যাপারটা অন্য রকম হয়। একটা মোহময় পরিবেশ তৈরি হয়। মনের মধ্যে যে জাদুর একটা অনুভূতি হয়, সেটা আর হবে না। যেভাবে খেলা উচিত, আমরা সে-ভাবেই খেলব। কিন্তু সেই জাদুর মুহূর্তগুলো তৈরি হওয়া কঠিন।'

Post a Comment

0 Comments