‘ফিটনেস ও শৃঙ্খলার আদর্শ’ কোহলিকে নিয়ে গর্ব হয় তামিমদের


নিবিড় অনুশীলন, সর্বোচ্চ নিবেদন আর ফিটনেসকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়া- বিরাট কোহলির সাফল্যের পেছনে অনেক আত্মত্যাগের গল্প জানা গেছে নানা সময়ে। মাঠে জেতার জন্য আগ্রাসী কোহলির জীবনযাপন পুরোটাই শৃঙ্খলাবদ্ধ। তামিম ইকবাল মনে করেন, একজন ক্রিকেটার হিসেবে এই জায়গায় কোহলিকে নিয়ে গর্ব করার আছে তাদের।
সোমবার কোহলির সঙ্গে নিজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সরাসরি আড্ডা দেন তামিম। তার নিয়মিত আড্ডায় অন্য ক্রিকেটারদের সঙ্গে বড় একটা সময় রসিকতার অংশ থাকলেও কোহলির কাছে তামিম জানতে চেয়েছেন কেবল ক্রিকেটীয় বিষয়েই।
তার এবং সতীর্থদের নানান জানতে চাওয়া নিয়ে বসেছিলেন কোহলির সামনে। খুঁটিনাটি টেকনিক্যাল বিষয়ে আলাপের পর তামিম জানান কোহলি নিয়ে তার নিজের ভাবনার কথা, ‘বিরাট ভাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমরা একটা সময় ফিটনেস ও শৃঙ্খলা ইত্যাদির ক্ষেত্রে অন্য খেলার তারকাদের উদাহরণ বা আদর্শ মানতাম। এখন আমরা গর্ব করে বলতে পারি আমাদের ক্রিকেটীয় পরিবারেই এমন একজন আছেন, আর সেটা হলেন আপনি। এভাবে আমাদের আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলে অনেক ভাল লাগল।’
এমন প্রশংসা চওড়া হাসিতে গ্রহণ করে কোহলি আশা করেন সব বিপর্যয় পেরিয়ে শিগগিরই খেলার মাঠে মিলবেন তারা,   ‘দ্যাটস সো সুইট অফ ইউ। এই শো আশা করি লোকের ভাল লাগছে। পরিস্থিতি ভাল হয়ে যাওয়ার আশা করছি। তাহলে আমরা আবার খেলতে নামব, আবার দেখা হবে। মানুষ খেলাটা ভালোবাসে। প্রার্থনা করছি পরিস্থিতি যেন দ্রুত উন্নতি হয়ে যায়।’

Post a Comment

0 Comments