সৌরভকে আইসিসির প্রধান দেখতে চান স্মিথ


ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালনের পর গত বছরের অক্টোবরে ১০ মাসের জন্য বিসিসিআইয়ের দায়িত্ব নেন গাঙ্গুলি। বৃহস্পতিবার এক টেলিকনফারেন্সে গাঙ্গুলিকে নিয়ে নিজের ইচ্ছার কথা জানান দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালক স্মিথ।

“সঠিক ব্যক্তির আইসিসি প্রধান হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কোভিড-১৯ পরবর্তী ক্রিকেটের জন্য দৃঢ় নেতৃত্বের প্রয়োজন। আধুনিক ক্রিকেটের নেতৃত্বগুণসম্পন্ন কারো ওই পদে যাওয়ার এখনই উপযুক্ত সময়।”

আইসিসির বর্তমান চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের দায়িত্বের মেয়াদ শেষ হবে চলতি মাসের শেষে। নতুন মেয়াদে দায়িত্ব নেওয়ার কোনো ইচ্ছা নেই বলে গত ডিসেম্বরে জানিয়েছিলেন ভারতের এই প্রখ্যাত আইনজীবী।
কিছুদিন আগে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড গাওয়ারও আইসিসির ভবিষ্যৎ প্রধান হিসেবে সৌরভের সম্ভাবনার কথা বলেছিলেন।
তার মতে, প্রায় দেড়শ কোটি মানুষের দেশে ক্রিকেট ভক্তের অভাব নেই। ক্রিকেট-পাগল এমন একটি দেশের বোর্ড প্রধানের দায়িত্ব পালন করা অনেক কঠিন। আর এই দায়িত্ব সৌরভ যেভাবে সামলাচ্ছেন, তাতে প্রমাণ হয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হওয়ার মতো রাজনৈতিক দক্ষতা তার আছে।

Post a Comment

0 Comments