বেতন কম নিয়ে ক্লাবকে সহায়তার কোনো মানে নেই



করোনাভাইরাসের প্রভাবে খেলা বন্ধ থাকায় ইউরোপের ফুটবল ক্লাবগুলো পড়েছে আর্থিক সংকটে। ধাক্কা সামাল দিতে অধিকাংশ ক্লাব হাঁটছে খেলোয়াড়দের বেতন কাটার পথে। তবে এই নীতির বিপক্ষে টনি ক্রুস।
বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড়রা ৭০ শতাংশ বেতন কম নিতে রাজি হলেও রিয়াল মাদ্রিদের জার্মান মিডফিল্ডার চান পুরো বেতন। এ জন্য ক্রুসকে স্বার্থপর ভাবাটা অবশ্য ঠিক হবে না।
তিনি মনে করেন, বেতন কম নিয়ে ধনী ক্লাবকে সহায়তার কোনো মানে নেই। বিশ্বব্যাপী সংকটময় এই পরিস্থিতিতে সহায়তা করার জন্য এর চেয়ে অনেক ভালো ক্ষেত্র আছে।
এক ভিডিও বার্তায় ফুটবলারদের বেতন কাটার বিপক্ষে নিজের অবস্থান জানিয়ে ২০১৪ বিশ্বকাপজয়ী এই জার্মান তারকা বলেন, বেতন কম নেয়া অনেকটা বৃথা দানের মতো। আমি পুরো বেতন দেয়ার পক্ষে। এই অর্থ সবাই যথাযথভাবেই ব্যবহার করবে। সবাইকে যেখানে দরকার সেখানে সাহায্য করতে বলা হচ্ছে এবং সাহায্যের দরকার এমন অনেক জায়গা আছে।

Post a Comment

0 Comments