কোহলিকে নিয়ে কনফিউশন হচ্ছে | পাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের হয়ে মুখোমুখি হবে ক্রিকেটবিশ্বের সেরা সব তারকারা। এশিয়া একাদশে খেলার কথা রয়েছে বিরাট কোহলিসহ চার ভারতীয় ক্রিকেটারের। কিন্তু বিষয়টি এখনো পর্যন্ত অনিশ্চিত। আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও কথা বলেছেন এই বিষয়ে।
আজ রবিবার বোর্ড সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন বলেন, 'এশিয়া একাদশ চূড়ান্ত হয়ে গেছে। লিস্ট পেয়ে গেছি পুরোপুরি। বেস্ট অব দ্য ওয়ার্ল্ড-১১ জন হয়েছে, আরও ৩-৪টা নাম ঢুকালে ১৫ জন হবে। অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের জন্য অপেক্ষা করছি। অন্যান্য দেশ মোটামুটি চূড়ান্ত। পিএসএল চলছে তো, আশা করছি ২-১ দিনের মধ্যেই চূড়ান্ত করতে পারব। আমরা চাচ্ছি, সব দেশ থেকেই ক্রিকেটাররা আসুক, অস্ট্রেলিয়ার প্লেয়াররাও আসুক। আর সেজন্যই আমরা অপেক্ষা করছি। কিন্তু ১১ জন চূড়ান্ত হয়ে গেছে।'
দুই ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে দেখতে চাইছেন ক্রিকেটপ্রেমীরা। বোর্ডও এমনটাই চাইছে। তবে বিশ্বের এই ভয়ংকরতম ব্যাটসম্যান এখনও নিশ্চিত করেননি বলে জানান পাপন, 'বিরাট কোহলিকে নিয়ে কনফিউশন হচ্ছে। আমাদের ওরা (ভারত) যে নামগুলো পাঠিয়েছে সেখানে লোকেশ রাহুল এক ম্যাচ খেলবে, ২২ তারিখের ম্যাচটা। আর বাকিরা- শিখর ধাওয়ান, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, ঋষভ পন্থরা সব ম্যাচ খেলবে। আরেকটা কথা ছিল, চেষ্টা চলছে বিরাট কোহলিকে খেলানোর। এই নিয়ে কথা হচ্ছে। যেহেতু আমাদের কাছে কনফার্মেশন আসেনি তাই নিশ্চিত করে বলতে পারছিনা।'
উল্লেখ্য, এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২১ ও ২২ মার্চ।

Post a Comment

0 Comments